ছলিমপুর ইউনিয়ন পরিষদের বর্ণনা:-
ছলিমপুর ইউনিয়নটি ১৯৬৫ সালে ইউনিয়ন কাউন্সিল নামে যাত্রা শুরু করে । এই ইউনিয়নটির মোট আয়তন ৪.৯বর্গ কি: মি:, অথবা ৯১৫৬.৩৮ একর । ইউনিয়নটি ঈশ্বরদী উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এর পূর্বে দাশুড়িয়া ইউনিয়ন ও পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়ন, পশ্চিমে পাকশী ইউনিয়ন, দক্ষিনে শাহাপুর ইউনিয়ন এবং উত্তরে ঈশ্বরদী পৌরসভা ও মুলাডুলি ইউনিয়ন অবস্থিত । ইউনিয়ন এর মোট জনসংখ্যা প্রায় ৫৮,২০০জন। তার মধ্যে পুরুষ সংখা প্রায়- ২৯,৮০০ জন এবং মহিলা সংখা প্রায়- ২৮,৪০০ জন। তাদের মধ্যে প্রায় শতকরা ৪০ ভাগ ব্যবসায়ী ও চাকুরিজীবী। এই ইউনিয়নটি কুটির শিল্প ও সবজি আবাদের জন্য বিখ্যাত । এখানে প্রায় পাঁচ শতাধিক চাউল কল ও চাতাল রয়েছে । তাছাড়া এখানে প্রচুর শাক-সবজি ও ফলমুল যথা পেঁপে, কুল, গাজর, মুলা, শিম, কুমড়া, লিচু, পেয়ারার আবাদ হয় । শাক-সবজি ও ফলমুলের আবাদ করে বেশ কয়েকজন জাতীয় স্বর্ণপদক পুরুস্কার পেয়েছেন। তাদের মধ্যে পেঁপে বাদশা, ময়েজ কুল, গাজর জাহিদ, মোছা: নুরুন্নাহারের নাম উল্লেখযোগ্য । তাছাড়া কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও উচ্চ পদস্থ চাকুরিজীবী রয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস